যারা খুব বেশি পিঁপড়ার সমস্যায় ভুগতেছেন তাদের জন্য ম্যাজিকাল সমাধানঃ

যারা খুব বেশি পিঁপড়ার সমস্যায় ভুগতেছেন তাদের জন্য ম্যাজিকাল সমাধানঃ
যা যা উপকরন লাগবে............
১। সোহাগা
২। চিনি
৩। পানি

বানানোর উপায়ঃ তিনটি উপকরণকে এমনভাবে মিশান যেন মিশ্রনের ঘনত্ব সিরাপের মত ঘন হয়। তারপর ছোট একটি পাত্রে আপনার ঘরের এককোণে রেখে দিন।চিনি এবং সোহাগার পরিমান সমান রাখুন।(মিশ্রনটি আপনার পাখির খাঁচার দূরে রাখুন)

তারপর দেখুন কি হয়???


By Rubel Khan 

No comments:

Post a Comment