খাঁচার বাহিরে কি ভাবে লাইট জ্বালাবেন ? By Jaed Ahmad Fuad Casper

  • Jaed Ahmad Fuad Casper ১. এলেক্ট্রনিকক্স এর দোকানে (টেবিল ল্যাম্প), ভাংগারির দোকানে, রাস্তার পাশে পুরানো & ভাংগা ই-বর্জ্য বিক্রি করে। ওদের কাছে পাবেন। টেবিল ল্যাম্প নিলে ২৫০-৪০০ টাকা। ভাংগারির দোকান / ই-বর্জ্য নিলে ১০-৫০ টাকা  

  • Jaed Ahmad Fuad Casper আমি রাত ৯:৩০-১০ টার মদ্ধে লাইট অফ করি। রেগুলেটর লাগানো আছে তাই অফ করার ৩০ মিন আগে লাইট একদম কমিয়ে ডিম করে দেই। এতে পাখি নিজ নিজ জায়গায় আরাম মত করে বসে নেয়

  • Jaed Ahmad Fuad Casper কাচের ও পাওয়া যায়। কাচের নিলে আগে দেখে নিবেন যে সেই কাঁচ কত ওয়াট পর্যন্ত হিট নিতে পারবে। কাল ঘোলা কাঁচ। অথবা কাপড়/রং / মার্কার পেন দিয়ে কাঁচ কালো বানিয়ে নিতে পারেন। কাল পিক্স দেখাব ইনশাআল্লাহ
  • Jaed Ahmad Fuad Casper না পেলে বাচ্চাদের যে টিনের কোওটায় পাওডার দুধ খাওয়ায় সেটা দিয়েও করে নিতে পারেন। অবশ্যই গরমের প্রতি লক্ষ রাখবেন। টিনের পট দিয়ে বানালে এর চারপাশে ককশিট/কার্পাস দিয়ে প্যাচিয়ে নিবেন এতে কারো হাত লাগলে কিছু হবে না & অবশ্যই উপরের দিকে কিছু ছোট ছোট ফুটা/ ছিদ্র করে দিবেন। যেন লাইটের হিট ভিতরে না জমে
     

No comments:

Post a Comment